নিজস্ব প্রতিবেদক :
চকরিয়া পৌর এলাকায় ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইনের পাশে গাছ কাটতে গিয়ে জয়নাল আবেদীন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে ৩ জুলাই সকাল ৮টার দিকে নিহত ব্যক্তির বাড়ির পাশে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চকরিয়া পৌরসভার ৪ নং ওয়ার্ড ভরামুহুরী এলাকার জয়নাল আবেদীন শ্রমিক হিসেবে পার্শ্ববর্তী একরামের এক ব্যক্তির বাড়িতে গাছ কাটতে যায়। গাছ কাটার সময় অসাবধানতাবশত গাছটি বিদ্যুতের তারের সাথে জড়িয়ে গেলে জয়নাল আবেদীন বিদ্যুৎ স্পৃষ্টে আক্রান্ত হন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এসময় এলাকার লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জয়নাল আবদীন পার্বত্য বান্দরবান লামা উপজেলার হরিণঝিরি এলাকার আবুল কাশেমের ছেলে। তিনি ভরামুহুরীস্থ শ্বশুর বাড়িতেই থাকতেন। তাদের সংসারে একটি কন্যা সন্তান রয়েছে।
চকরিয়া থানার ওসি শাকের মোহাম্মদ জুবায়ের বলেন, ঘটনার সংবাদ পেয়ে কর্তব্যরত অফিসার এসআই গোলাম সরোয়ার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন ও লাশের সুরতহাল রিপোর্ট করেন।
0 comments: