নিজস্ব প্রতিবেদক :
বৃহস্পতিবার (২৯জুলােই) বিকালে হাজার খানেক শুকনো খাবারের প্যাকেট ভর্তি ত্রাণের ট্রলিগাড়ি নিয়ে পানিবন্দী দুগর্ত মানুষের মাঝে ছুটে গেছেন মানবিক সমাজসেবক চকরিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কাউছার উদ্দিন কছির।
তিনি নিজেই সরেজমিন পাড়া-মহল্লা আর গ্রামে গ্রামে ঢুকে হাঁটু আর কোমর পরিমাণ পানি মাড়িয়ে বানভাসি মানুষের হাতে শুকনো খাবারের প্যাকেটগুলো তুলে দেন। তিনি এসময় মানবিক সহযোগিতা অব্যাহত রাখতে সকলের দোয়াও কামনা করেন।
পরেদিন শুক্রবার (৩০জুলাই) তিনি আবারো ত্রাণ সামগ্রি নিয়ে বন্যায় আক্রান্ত বানভাসিদের পাশে দাঁড়ান। এসময় উপজেলা যুবলীগের সহ-সভাপতি মহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক মিজানুর রহমান সুজন, ইসমাইল হোসেন, ছাত্রনেতা সৃজন দে, অভি দে, সাইফুল, সৃজন, মুন্না প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
0 comments: