শাহরিয়ার মাহমুদ রিয়াদ (চকরিয়া টাইমস) :
জাতীয় শুদ্ধাচার-২০২১ইং প্রতিযোগিতায় চকরিয়া উপজলা নির্বাহী অফিসার সৈয়দ শামসুল তাবরীজ কক্সবাজার জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হয়েছেন।
বুধবার (২৩জুন) আনুষ্ঠানিকভাবে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি স্বরূপ শ্রেষ্ঠ ইউএনও'র সম্মাননা স্মারক তুলে দেন কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ। এসময় জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এদিকে কক্সবাজার জেলা প্রশাসকের প্রতি অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে সংক্ষিপ্ত অনুভূতির বক্তব্যে চকরিয়া উপজলা নির্বাহী অফিসার সৈয়দ শামসুল তাবরীজ বলেন, এই প্রাপ্তি ভবিষ্যতে আমাকে কাজের প্রতি আরো বেশি দায়বদ্ধ এবং দায়িত্বশীল করবে বলেই আমার বিশ্বাস।
তিনি বলেন, সামনের দিনগুলোতে নিজের সর্বোচ্চ মেধা, শ্রম ও যোগ্যতা দিয়ে দেশের ও দেশের মানুষের জন্য নিজেকে উজাড় করে দিতে এই প্রাপ্তি আমাকে উৎসাহ যোগাবে। পরিশেষে ধন্যবাদ জানাতে চাই আমার পরিবারের সদস্যদেরকে এবং প্রিয় চকরিয়াবাসীকে যাদের জন্য আমার এই অকৃত্রিম আন্তরিকতায় ছুটে চলা।
0 comments: